সব সময়ই ফ্যাশন সেন্সের জন্য আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী রিয়েলিটি শো ও টিভি ব্যক্তিত্ব মালাইকা আরোরা। গত বুধবার দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন এই অভিনেত্রী। শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনার মাইকেল সিনকোর একটি ইভেন্টে শো-স্টপার হিসেবে র্যাম্পে হাঁটেন মালাইকা। পালকের তৈরি একটি অসামান্য অফ-হোয়াইট বল গাউনে এ দিন শো-স্টপার ছিলেন এই অভিনেত্রী।
দুবাইয়ের ওই অনুষ্ঠান থেকে মালাইকার একগুচ্ছ ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। অফ-হোয়াইট বল গাউনের সঙ্গে নিঁখুত মেকআপ এবং দুর্দান্ত চুলে ধরা দিয়েছেন লাস্যময়ী অভিনেত্রী। রূপটান শিল্পী মেঘনা ভূটানি মালাইকার এই লুক ফুটিয়ে তুলেছেন। রূপটান শিল্পী অভিনেত্রী-মডেলের একটি ভিডিয়োও নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন।
বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সাথে মালাইকা অরোরা। ছবি: জিকিউ ইন্ডিয়া
দুবাই ইভেন্টে মালাইকার র্যাম্পে হাঁটার একটি ভিডিও একটি পাপারাজ্জো পেজে শেয়ারও করা হয়েছে। কে বলবে যে মালাইকার বয়স ৫০ ছুঁইছুঁই! ভিডিও পোস্টে এক নেটিজেনের মন্তব্যও ছিল এমনটিই: ‘অত্যাশ্চর্য... বয়সটা তাঁর জন্য একটা সংখ্যা মাত্র..’। অপর একজনের মন্তব্য ছিল: ‘যে যাই বলুক, দুর্দান্ত দেখাচ্ছে’। একজন লিখেছেন: ‘যেন পুরো বার্বি ডল’।
মালাইকাকে সম্প্রতি গুরু রানধাওয়ার ‘তেরা কি খেয়াল’ মিউজিক ভিডিওতে দেখা গেছে। গত বছর, রিয়ালিটি শো ‘মুভিং ইন উইথ মালাইকা’ দিয়ে তাঁর ওটিটি আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের জন্য় প্রায়শই আলোচনায় থাকেন অভিনেত্রী। অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সাথে ডিভোর্সের পর ১০ বছরের ছোট অর্জুন কাপুরের সাথে নাম জড়ায় মালাইকার। আরবাজ এবং মালাইকার একমাত্র পুত্র সন্তানের নাম আরহান খান। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন আরহান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বয়ফ্রেন্ড অর্জুন কাপুরকে নিয়ে খোলামেলা কথা বলেছেন মালাইকা। ১০ বছরের ছোট অর্জুনের সাথে তাঁর রসায়ন সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, 'অর্জুন ওঁর বয়সের তুলনায় অনেক পরিণত বলেই আমি মনে করি। অর্জুনের মধ্যে একটা সুন্দর মন রয়েছে। ও সঙ্গীর প্রতি যত্নশীল আবার একই সাথে ও একজন স্বাধীনচেতা পুরুষ। আজকাল ওঁর মতো পুরুষ মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়।’
প্রসঙ্গত, ১৯৯৮-সালে ভালোবেসেই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। দীর্ঘ ১৮ বছর পর দাম্পত্য জীবনে ইতি টানেন দুজনে। নিজেদের রাস্তায় এখন সুখী তাঁরা। অর্জুনকে বিয়ে করবেন কিনা— এমন প্রশ্নে একই সাক্ষাৎকারে মালাইকা উত্তর দিয়েছেন: ‘হয়ত হঠাৎ করেই একদিন করে ফেলব, তবে এটার উত্তর আমি এই মুহূর্তে দিতে পারবো না। আর পরিকল্পনা করে কিছুই ঠিকঠাক হয়ও না। বেশি পরিকল্পনা করলে সব আনন্দকে মাটি হয়ে যায় বলে আমার মনে হয়।’