ভাইরা এবার একটু থামেন : তমা মির্জা

শোবিজ ডেস্ক

জুলাই ২৮, ২০২৩, ০৯:০৬ পিএম

ভাইরা এবার একটু থামেন : তমা মির্জা

বেশ কিছুদিন ধরে দেশের শোবিজ অঙ্গনে আলোচনা চলছে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমার পাইরেসি নিয়ে। অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ছবিটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে। যা ক্ষতিগ্রস্থ করেছে সিনেমা সংশ্লিষ্টদের। দীর্ঘদিন পর এ ধরেনের পাইরেসির শিকার হলো কোনো চলচ্চিত্র।

গতকাল নির্মাতা রায়হান রাফি, অভিনেতা-অভিনেত্রী আফরান নিশো-তমা মির্জাসহ ছবিটি সংশ্লিষ্ট অনেকেই ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা সুড়ঙ্গ সিনেমার পাইরেসি বিষয়ে আইনি সহায়তা বিষয়ে আলোচনা করেন। 

রায়হান রাফি বলেন, ‘আমি আগেই বলেছিলাম এই পাইরেসির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। পাইরেসি কারা করেছে, তা আমরা চিহ্নিত করছি। এটা বাংলাদেশ থেকেই হয়েছে। পাইরেসি শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধের শাস্তি অপরাধীদের পেতেই হবে। 

সিনেমাটির নায়িকাও আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে লেখেন, ‘মুক্তির প্রথম দুদিন কলকাতায় আমাদের সিনেমা ভালো গেল সবাই প্রশংসা করা শুরু করলো আর ঠিক তার পরপরই সিনেমাটি পাইরেসি হয়ে গেল?’ এছাড়া পাইরেসি নিজের দেশে থেকেই হয়েছে দাবি করে এই নায়িকা আরও বলেন, ‘এটা জানেন তো পাইরেসি আমাদের দেশ থেকেই হয়েছে। দেশের বাইরে সুড়ঙ্গ অনেক ভালো যাচ্ছে, সামনে আরও ভালো যেত আর সেটার পূর্বাভাস পেয়েই হয়তো এই পাইরেসি! যাই হোক ভাইরা এবার একটু থামেন। আর দোয়া করেন যে কষ্ট আমাদের টিম পেলো আর যে ক্ষতি আমাদের হয়েছে বাকি সিনেমাগুলোর যেন না হয়। পাইরেসি বন্ধ করা এখন সবচেয়ে জরুরি। কারণ আমাদের সিনেমা আমাদের সম্পদ আমাদের গর্ব।

Link copied!