ভারতের সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে বানজারা হিলসের বাড়ির বাথরুম থেকে প্রত্যুষার নিথর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারের সময় মরদেহের পাশে কার্বন মনোক্সাইডের একটি শিশি পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই বিষ খেয়েই আত্মহত্যা করেছেন প্রত্যুষা।
জানা যায়, সম্প্রতি মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ঠিক কী ধরনের অবসাদ তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি খুন, তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে হায়দরাবাদ পুলিশ।
বাড়ির বাথরুম থেকে প্রত্যুষার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় রহস্যময় মৃত্যুর মামলা করা হয়েছে। পুলিশও এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
প্রত্যুষা যে শুধু দক্ষিণী ফিল্ম জগতে নাম করেছিলেন তা নয়, তার কাজের খ্যাতি ছড়িয়েছিল হায়দরাবাদের বাইরেও। বলিউড-টালিউডের অনেক তারকাকে প্রত্যুষার ডিজাইন করা পোশাক পরে পর্দায় দেখা গেছে।
প্রত্যুষা যুক্তরাজ্য থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করেন। পরে হায়দরাবাদে ফিরে নিজের ক্যারিয়ার শুরু করেন।
সম্প্রতি ভারতের একাধিক মডেল ও অভিনেত্রীর ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। কলকাতার অভিনেত্রী পল্লবী দে, অভিনেত্রী ও মডেল বিদিশা দে মজুমদার এবং মডেল মঞ্জুষা নিয়োগীর মৃত্যু হয় মে মাসে মাত্র কয়েক দিনের ব্যবধানে।