মঞ্চে নোবেলের মাতলামো, জুতা ছুড়ে মারলেন দর্শকরা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৩, ০৩:৪৬ এএম

মঞ্চে নোবেলের মাতলামো, জুতা ছুড়ে মারলেন দর্শকরা

কখনও ব্যক্তিগত কারণ, কখনও আবার পেশাদার জীবনের কারণে শিরোনামে উঠে আসেন বাংলাদেশি গায়ক মইনুর আহসান নোবেলের নাম।

‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-এর মাধ্যমে সকলের নজরে আসেন তিনি। তার পর ব্যক্তিগত জীবনে তাঁর সঙ্গে স্ত্রীর সম্পর্ক নিয়েও জলঘোলা হয়েছে বিস্তর। এমনকি তাঁর ঔদ্ধত্য নিয়েও বিরক্ত ভক্তকুল। আবারও বিতর্কে নোবেল।

বৃহস্পতিবার বাংলাদেশের কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় গায়ককে। সঙ্গীত পরিবেশন করার কথা ছিল তাঁর। সেখানেই ঘটল আর এক কাণ্ড। কিছু দিন আগে প্রকাশ্যে নিজেই স্বীকার করেছিলেন যে অতিরিক্ত নেশার জন্য তাঁর কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে। আবারও ঘটল সেই একই ঘটনা। মঞ্চে গান পরিবেশন করার সময় অসংলগ্ন আচরণ করতে দেখা যায় তাঁকে।

স্থানীয়রা জানান, ওই দিন রাত ৯টার দিকে মঞ্চে গান পরিবেশনার কথা ছিল নোবেলের। কিন্তু সে মঞ্চে উঠেন রাত ১১টা ২০ মিনিটে। মঞ্চে গান গাওয়ার একপর্যায়ে মাতলামি শুরু করেন। মাতলামি করতে করতে বসে পড়েন।

মঞ্চে এমন অসংলগ্ন আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে উঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। একপর্যায়ে তারা জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন গায়ক নোবেলকে। পরে আয়োজক কর্তৃপক্ষ মঞ্চে থেকে সরিয়ে নেয় তাকে।

এদিকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নোবেলকে মাতলামো করা ছাড়াও মাইক্রোফোনের স্ট্যান্ড ভাঙচুর করতে দেখা গেছে।

Link copied!