মাদক মামলায় ফের জামিন পেলেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৬, ২০২১, ০৫:০৩ পিএম

মাদক মামলায় ফের জামিন পেলেন পরীমনি

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। একই মামলায় তার দুই সহযোগওে জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।  

জামিনের আবেদন শুনানিতে পরীমনির পক্ষে ছিলেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিনের আদেশ দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত দ্যা রিপোর্ট ডট লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। এদিন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসেন পরীমনি।

এর আগে, মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরীমনি ও তার দুই সহযোগি হাজির হন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল গত ৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে পরীমণির পাশাপাশি আসামি করা হয়েছে আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন চৌধুরীকে।

প্রসঙ্গত, চলতি বছরের গত  ৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে তারা। পরদিন বিকেলে পরীমনি, প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মো. সবুজ আলীকে বনানী থানায় সোপর্দ করে র‍্যাব। পরে র‌্যাব বাদী হয়ে বনানী থানায় মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।

গত ১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম চিত্রনায়িকা পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১০ আগস্ট পরীমনিকে দুই দিনের রিমান্ডের আদেশ দেন  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। তারও আগে ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পরীমনিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ  আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন।

Link copied!