'মুজিব: দ্য মেকিং অফ এ ন্যাশন’ নিয়ে সমালোচনার জবাব দিলেন নির্মাতা শ্যাম বেনেডিক

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২২, ২০২২, ০৩:৫৬ পিএম

'মুজিব: দ্য মেকিং অফ এ ন্যাশন’ নিয়ে সমালোচনার জবাব দিলেন নির্মাতা শ্যাম বেনেডিক

বঙ্গবন্ধুর বায়োপিক 'মুজিব: দ্য মেকিং অফ এ ন্যাশন'র ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। সিনেমাবোদ্ধা থেকে শুরু করে দর্শক-অনেকেই সমালোচনা করছেন। এবার এই সমালোচনার জবাব দিয়েছেন সিনেমাটির নির্মাতা শ্যাম বেনেগাল। নির্মাতা বলেন, এখনও কেউ সিনেমাটি দেখেননি। মাত্র তো ৯০ সেকেন্ডের একটি ট্রেলার এসেছে। তা দেখে আপনি পুরো সিনেমা নিয়ে মন্তব্য করতে পারেন না। এই মুহূর্তে আপনি শুধু ট্রেলার নিয়ে কথা বলতে পারেন। বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। কিন্তু তার কণ্ঠ ও অভিনয়ে হতাশ হয়েছেন দর্শক। পাশাপাশি এর ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স) তাদের সন্তুষ্ট করতে পারেনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে মানুষ নানা মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে সিনেমার নির্মাতা বলেন, মানুষ কেন বিরক্ত আমি ঠিক বুঝতে পারছি না। শুনেছি তারা নেতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু কান চলচ্চিত্র উৎসবে এর উপস্থাপনা বেশ ভালো ছিল। সেখানে বাংলাদেশের মন্ত্রীও উপস্থিত ছিলেন। সোমবার (২৩ মে) অফিসে গিয়ে দেখব তারা কী মন্তব্য করেছেন। বায়োপিক নির্মাণে শ্যাম বেনেগালের হাত বেশ পাকা। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও সত্যজিৎ রায়কে নিয়েও এ ধরনের সিনেমা বানিয়েছেন তিনি। ‘মুজিব: দ্য মেকিং অফ এ ন্যাশন’ নির্মাণের মাধ্যমে এক যুগ পর বায়োপিক নির্মাণ করলেন এই নির্মাতা।

Link copied!