র‍্যাম্পে হাঁটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক নারী মডেলের

শোবিজ ডেস্ক

জুন ১২, ২০২৩, ১২:১৭ পিএম

র‍্যাম্পে হাঁটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক নারী মডেলের

র‍্যাম্পে হাঁটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ২৪ বছরের এক নারী মডেলের। রোববার ভারতের উত্তর প্রদেশের নয়ডা ফিল্ম সিটি এলাকার লক্ষ্মী স্টুডিওতে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়। সেখানেই ভয়াবহ একটি দুর্ঘটনায় মারা যান মডেল বংশিকা চোপড়া।

ভারতীয় এক সংবাদমাধ্যম জানানো হয়, ওই শো চলাকালীন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লাইটিং ট্রাস ভেঙে পড়ে। সেই সময় ওই কাঠামোর ঠিক নীচে র‍্যাম্প ওয়াক করছিলেন ওই মডেল। ঘটনার জেরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শোর আয়োজক এবং যারা ওই লাইটিং ট্রাস ইনস্টল করেছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতোমধ্যেই। উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নয়ডার ওই স্টুডিওতে লাইটিং ট্রাসটি স্টেজে পড়ে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। 

Link copied!