শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৩:৪৮ এএম

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন পরীমনি

মাদক মামলায় প্রায় এক মাস কারাগারে থাকার পর গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। জামিনে বের হয়ে আসার পর বেশ  কয়েকটি গণমাধ্যমে কথা বললেও কোনো সংবাদ সম্মেলনে অংশ নেননি ঢালিউড এই অভিনেত্রী। তবে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।

রাজধানীতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায়  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। তবে এটা তার ব্যক্তিগত সংবাদ সম্মেলন নয়।একেবারেই সিনেমাকেন্দ্রিক আয়োজন।

এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘প্রীতিলতা’ চলচ্চিত্র টিম। পরীমনি চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করায় সংবাদ সম্মেলনের মধ্যমণিও থাকবেন তিনি।

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার জীবন কাহিনী নিয়ে রশিদ পলাশ পরিচালিত এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।

গত বছরের শেষের দিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হলেও এখনো বেশ কিছু দৃশ্যধারণ বাকি রয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর পরীমণির সঙ্গে দেখা করেছেন ‘প্রীতিলতা’র পরিচালক রাশিদ পলাশ। খুব শীঘ্রই শুটিংয়ে অংশ নিবেন পরীমণি।

পরীর সঙ্গে দেখা করার পর রাশিদ পলাশ জানিয়েছিলেন, 'আমরা তার (পরী) সঙ্গে দেখা করেছি। তার মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করছি। একটু সময় তো দিতে হবেই। তা ছাড়া তার সামান্য ওজন বেড়েছে, সেটাও একটা ব্যাপার। আমরা মানসিক ভাবে শুটিংয়ের তারিখ স্থির করেছি। তবে সেটা কবে, এখনই বলতে চাই না।' আগামীকালের সংবাদ সম্মেলনে হয়তো না জানা বিষয়গুলো স্পষ্ট হবে।

'প্রীতিলতা' ছরচ্চিত্রটিতে চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন চলচ্চিত্রের পান্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আর চলচ্চিত্রটিতে কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল বিবি রাসেল।

Link copied!