চিত্রনায়ক রাজের কীর্তিকলাপ নিয়ে মিডিয়াপাড়া এখন সরগরম। তিন অভিনেত্রীর সাথে রাজের একান্ত সময়গুলোর ছবি ও ভিডিও নিয়ে চলছে নানা আলোচনা।
যদিও এই বিষয়ে রাজ জানিয়েছেন, তিনি জানেন না কে এই কাজ করেছে। এমনকি তার প্রোফাইল হ্যাক হয়নি বলেও জানান। তিনি নাকি তার ফেইসবুক প্রোফাইলে কিছুই পোস্ট করেনি। পুরো বিষয়টা নিয়ে রাজ বিব্রত বলেও জানিয়েছেন।
রাস্তায় সুনেরাহ`র সাথে হাটা অবস্থায় গালাগালি প্রসঙ্গে রাজ বলেন, ‘মজার ছলে ভিডিওগুলো করা হয়েছে। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে ওরা আমার কাছের বন্ধু।
তবে তারকাদের মুখে এমন কুরুচিপূর্ণ কথাবার্তা নিয়ে সমালোচনা হচ্ছে ব্যাপক। এসব আলোচনার মধ্যেই এবার সামনে এসেছে মডেল-অভিনেত্রী মারিয়া মিমের একটি পোস্ট।
নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে মারিয়া মিম ক্যাপশনে লিখেছেন, ‘সবাই নষ্ট কেউ গোপনে কেউ ওপেনে’।
মারিয়া মিমের ছবিতে দেখা গেছে, তিনি বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন। পরনে তার সাদা রঙের শাড়ি। হাতে চুড়ি। চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। চোখের পাঁপড়িতে কাজল মাখা, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ।
তবে কাকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট দিয়েছেন, তা অবশ্য জানা যায়নি।
উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। মিম অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী। ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
২০১৩ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের।