‘মান্নাতে’ ফিরলেন শাহরুখ পুত্র

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২১, ০৭:২৮ পিএম

‘মান্নাতে’ ফিরলেন শাহরুখ পুত্র

জামিন পেয়েছিলেন গত শুক্রবারই (২৯ অক্টোবর)। সেদিনই আদালতের আদেশে বলা হয়েছিল আজ শনিবার (৩০ অক্টোবর) ঘরে ফিরতে পারবেন শাহরুখ-গৌরি জুটির পুত্র আরিয়ান খান। মাদক মামলায় আটক হয়ে ২৬ দিন জেলে কাটানোর পর জামিন পেলেন আরিয়ান। ফিরে গেছেন শাহরুখের বাসভবন মান্নাতে।

অবশেষে বলিউড বাদশার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। তার ছেলে জেল থেকে মুক্ত হয়েছে। মুম্বাইয়ের আর্থার রোড জেলে সকাল সকাল পৌঁছে যান শাহরুখ ও গৌরি। সেখান থেকে ছেলেকে সঙ্গে করেই ঘরে ফেরেন তারা। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানাচ্ছে, ভোর সাড়ে পাঁচটায় মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেল বাক্স খোলা হয়। তাতে আরিয়ানসহ ছয় থেকে সাতজনের জামিনের নথি ছিল। 

উল্লেখ্য, গত ২ অক্টোবর এক মাদকপার্টি থেকে ভারতের নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনবিসি) আরিয়ানকে আটক করে। পরে, দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর পরদিন এনসিবি তাকে গ্রেফতার দেখায়।  

তারপর, নিম্ন আদালতে দুদফা জামিন খারিজের পর এনসিবি হেফাজত থেকে গত ৮ অক্টোবর আরিয়ান খানকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তারপর থেকেই আর্থার রোড জেলে বন্দি আরিয়ান খান।

ম্যাজিস্ট্রেট কোর্টের পর মুম্বই সেশন কোর্টও খারিজ করে দেয় আরিয়ান খানের জামিনের আর্জি। এরপরই বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী অমিত দেশাই।

Link copied!