অলিম্পিকে আজ সাঁতারু আরিফুল ও জুনাইনার চ্যালেঞ্জ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২১, ০৪:৫২ এএম

অলিম্পিকে আজ সাঁতারু আরিফুল ও জুনাইনার চ্যালেঞ্জ

দেশের দুই সাঁতারু আরিফুল ও জুনাইনা ওয়াইল্ড কার্ড পেয়ে টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন। ওয়াইল্ড কার্ড নিশ্চিত হওয়ার পর অলিম্পিকের জন্য নিজেদের চূড়ান্তভাবে প্রস্তুত করেন তারা। টোকিওতে পৌঁছানোর পর অলিম্পিকের সুইমিংপুলে গা গরম করে নিয়েছেন দুই সাঁতারু। লড়াইয়ের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়েছেন তারা। দুজনই ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নেবেন। আজ অলিম্পিক সুইমিংপুলে চার নম্বর হিটে অংশ নেবেন আরিফুল এবং ৩ নম্বর হিটে অংশ নেবেন জুনাইনা আহমেদ।

অলিম্পিকে সেরা টাইমিং করার লক্ষ্য আরিফুল ইসলামের। অনুশীলনের সময় তিনি জানিয়েছেন, অলিম্পিকে অংশগ্রহণ করাটা বড় মনে করা হলেও এখানে ভালো করার সুযোগ রয়েছে। এমন আসরে নিজেকে মেলে ধরতে চান সব অ্যাথলেটই। আরিফুলেরও আশা ভালো কিছু করার। অলিম্পিকে যাওয়ার আগে তিনি ফ্রান্সে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

অন্যদিকে ইংল্যান্ড প্রবাসী সাঁতারু জুনাইনাও নিজেকে মেলে ধরার জন্য প্রস্তুত করেছেন। তিনিও ভালো কিছু করার আশা করছেন। জুনাইনার জন্ম লন্ডনে। সেখানেই সাঁতার শেখা। তার অনুপ্রেরণা কিংবদন্তি মাইকেল ফেলপস। ইংল্যান্ডে সাঁতারের পর্যাপ্ত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেকে তৈরি করেছেন জুনাইনা। সব মিলিয়ে টোকিওর অলিম্পিকের সুইমিংপুলে দেশের দুই সাঁতারু নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার জন্য মুখিয়ে আছেন। এবার দেখার পালা সুইমিংপুলে কতটা ঝড় তুলতে পারেন তারা। সেদিকেই তাকিয়ে বাংলাদেশ।

Link copied!