অস্ট্রেলিয়ান ওপেন জয়ে নাদালের ইতিহাস

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২২, ১০:০৭ পিএম

অস্ট্রেলিয়ান ওপেন জয়ে নাদালের ইতিহাস

 

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককে শিরোপা জিতলেন ষষ্ঠ বাছাই স্পেনের রাফায়েল নাদাল। এর মাধ্যমে টেনিস ইতিহাসে  সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের নতুন ইতিহাস গড়লেন তারকা নাদাল ।

রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ  ফাইনালে নাদাল ৩-২ সেটে হারিয়েছেন দ্বিতীয় বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভকে। ৫ ঘন্টা ২৪ মিনিট স্থায়ী ম্যাচে নাদাল ৬-২, ৭-৬ (৭-৫), ৬-৪, ৬-৪ ও ৭-৫ গেমে  মেদভেদেভকে  পরাজিত করে ক্যারিয়ারের  ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন।

টেনিসের ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও গড়লেন নাদাল। ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জকোভিচ। ফেদেরার ও জকোভিচকে টপকে এখন সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক নাদাল।

সেই সাথে ১৩ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেন নাদাল। ২০০৯ সালে প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মত অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন নাদাল।

Link copied!