জুন ১১, ২০২৩, ০৫:৫৩ পিএম
রুদ্ধশ্বাস এক টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখলো বিশ্ব। ফাইনালে জিততে হলে শেষ দিনে ভারতকে করতে হতো বিশ্বরেকর্ড। সেই অসম্ভবকে আর সম্ভব করতে পারেনি রোহিত শর্মারা। বরং অস্ট্রেলিয়ার কাছে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করল টেস্ট র্যাংকিংয়ের সেরা দলটি।
রবিবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষ দিনে ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
এই জয়ের ফলে একমাত্র দল হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই (ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি) শিরোপা জিতে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এটি দ্বিতীয় আসর। প্রথম আসরে ভারত ও নিউজিল্যান্ড ফাইনাল খেলেছিল। সেবার চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ভারত টানা দুটি ফাইনাল হারল।
গতকাল দিন শেষে ৩ উইকেটে ১৬৪ রান করেছিলো টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা ৪৩, শুভমান গিল ১৮ ও চেতেশ^র পূজারা ২৭ রানে আউট হন। বিরাট কোহলি ৪৪ ও আজিঙ্কা রাহানে ২০ রানে অপরাজিত ছিলেন। ৭ উইকেট হাতে আরও ২৮০ রান দরকার ছিলো ভারতের।
আজ, পঞ্চম দিনের সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। অস্ট্রেলিয়া পেসার স্কট বোল্যান্ডের বলে দ্বিতীয় স্লিপে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কোহলির দুর্দান্ত ক্যাচ নেন স্টিভেন স্মিথ। ৭টি চারে ৭৮ বলে ৪৯ রান করেন কোহলি। চতুর্থ উইকেটে কোহলি-রাহানে ১৫৭ বলে ৮৬ রান যোগ করেন।
কোহলির বিদায়ে উইকেটে আসেন রবীন্দ্র জাদেজা। দু’বল খেলে কোন রান না করেই বোল্যান্ডের বলে আউট হন জাদেজা। এরপর উইকেটরক্ষক শ্রীকর ভরতকে নিয়ে এক ওভারে দুই উইকেট হারানোর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন রাহানে। জুটিতে ৯ ওভার ভালোভাবে কাটিয়েও দেন তারা।
কিন্তু দশম ওভারের রাহানেকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ৭টি চারে ১০৮ বল খেলে ৪৬ রান করেন রাহানে।
দলীয় ২১২ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে রাহানের আউটের পর ভারতের লেজ ছেঁটে ফেলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও। শেষ চার উইকেটের তিনটিই নেন তিনি। ৬৩ দশমিক ৩ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায় ভারত।
শেষদিকে ভরত ২৩, শারদুল ঠাকুর শূন্য, উমেশ যাদব ১ ও মোহাম্মদ সিরাজ ১ রানে আউট হন। ১৩ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সামি।
বল হাতে অস্ট্রেলিয়ার লিঁও ৪১ রানে ৪টি উইকেট নেন। এছাড়াও বোল্যান্ড ৩টি, স্টার্ক ২টি ও প্যাট কামিন্স ১টি উইকেট নেন। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ১৬৩ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেন তিনি।
আইসিসি ইভেন্টে এই নিয়ে সপ্তম শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ^কাপ পাঁচবার, টি-টোয়েন্টি বিশ^কাপ একবার এবং এবার আইসিসি টেস্ট চ্যাম্পিনশিপের শিরোপা ঘরে তুললো অসিরা।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে ৪৪৪ রানের টার্গেট পেয়েছিল ভারত।
ইংল্যান্ডের ওভালে চলমান ফাইনালের চতুর্থ দিনে ৮ উইকেটে ২৭০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। এতে ৪৪৪ রানের পাহাড় সমান টার্গেট পায় ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ভারত ২৯৬।
তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৩ রান করেছিলো অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ৪১ ও ক্যামেরুন গ্রিন ৭ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন ৪১ রানেই থামেন লাবুশেন। হাফ-সেঞ্চুরি তুলে ৬৬ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। এছাড়া মিচেল স্টার্ক ৪১ ও গ্রিন ২৫ রান করেন। ভারতের রবীন্দ্র জাদেজা ৩টি, মোহাম্মদ সামি-উমেশ যাদব ২টি করে উইকেট নেন।