আইপিএলে বিশ্বকাপের প্রস্তুতি দেখছেন মোস্তাফিজ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২১, ০৫:২৯ এএম

আইপিএলে বিশ্বকাপের প্রস্তুতি দেখছেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ১৯ সেপ্টেম্বর আইপিএলের দ্বিতীয় অংশ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আসর শেষ হবে ১৫ অক্টোবর। আর ১৭ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। স্কটল্যান্ডকে দিয়ে বাছাই পর্ব শুরু হবে বাংলাদেশের। 

আইপিএলের মতো টুর্নামেন্টে খেললে তা আন্তর্জাতিক ক্রিকেট তথা জাতীয় দলেও অনেক সাহায্য করে। এছাড়া বর্তমানে ভালো ছন্দে থাকায় সামনের দিনগুলোর জন্যও আত্মবিশ্বাসী মোস্তাফিজ।

ক্রিকেটবিষয়ক সাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বাঁ-হাতি এ পেসার বলেন, ‘স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ড সিরিজ, আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বর্তমানে আমি ভালো ছন্দে আছি। আশা করছি, আগামী দিনেও এটি ধরে রাখতে পারব।’

আরও বলেন, ‘আমার মনে হয় যে, আইপিএলে খেলাটা আন্তর্জাতিক মঞ্চে ভালো করতেও অনেক সাহায্য করে। কারণ আপনি সেখানে সব সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলেন। তাই আপনি যদি আইপিএলে ভালো করেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটও অনেক সহজ হয়ে যায়।’

তাই বিশ্বকাপের আগে আইপিএল খেললে সেটি ব্যক্তিগতভাবে অনেক ভালো হবে বলে মনে করেন কাটার মাস্টার। বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়রা আইপিএলে লড়াই করে। সেখানে যদি সফল হন, তাহলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়বে। আমি নিশ্চিত, এবার যদি আইপিএলে ভালো করতে পারি, তাহলে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে খেলতে পারব।’

Link copied!