ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৫:৩৮ পিএম
চন্ডিকা-মাশরাফি কোচ-অধিনায়ক এই জুটির সৌজন্যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ তার প্রতিপক্ষ শক্তিশালী অনেক দলকে হারিয়েছিল। ২০১৫ সালে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশ। তখন দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা আর চন্ডিকা হাথুরু ছিলেন কোচ। আবারও কোচ হিসেবে আগমন ঘটেছে চন্ডিকা হাথুরুসিংয়ের। কিন্তু মাশরাফি? তার অবস্থান তাহলে কী হবে? হাথুরু থাকাকালীনই যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন মাশরাফি। যদিও এখনো ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলে যাচ্ছেন সাবেক অধিনায়ক। এ ব্যাপারটিই উঠেছিল আলোচনায়।
অতীতের গুঞ্জন আছে, হাথুরুই নাকি সে সময় টি-টোয়েন্টিতে আর মাশরাফিকে চাননি। ২০১৭ সালের সেপ্টেম্বরে হাথুরুও বাংলাদেশ কোচের দায়িত্ব ছাড়েন। ২০২০ সালের পর ওয়ানডেতেও আর খেলেননি মাশরাফি। চোট আর বয়স পক্ষে কথা না বললেও মাঠের পারফরম্যান্স যেন ২৬-এর মতোই নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির। কদিন আগে শেষ হওয়া বিপিএলেই ৭.৬৭ ইকোনমি রেটে নিয়েছেন ১২ উইকেট।
হাথুরু এবার দ্বিতীয় দফায় বাংলাদেশ কোচের দায়িত্ব নিয়ে ফিরেছেন বলে কথাটি উঠছে আবার। তাহলে কি ওয়ানডে ক্রিকেট থেকে এখনো অবসর না নেওয়া মাশরাফি কি ফের দলে ফিরছেন? তাঁকে নিয়ে কিছু কি ভাবছেন হাথুরু? বুধবার সংবাদ সম্মেলনে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন হাথুরু। তিনি বললেন, ‘নির্বাচনের জন্য?’ সাথে সাফ যোগ করলেন, ‘আমি মনে করি না, ওর (মাশরাফির) আর খেলার দরকার আছে।’
গত পরশু রাতে ঢাকায় পা রাখেন চন্ডিকা হাথুরুসিংহে। খেলোয়াড়দের সাথে কুশলাদি বিনিময় করেছেন গতকালই। বিসিবির ঘোষণা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বুধবার দুপুর আড়াইটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন বাংলাদেশ কোচ। হাথুরু জানিয়েছেন, চলে গেলেও বাংলাদেশ ক্রিকেটকে সব সময় অনুসরণ করেছেন তিনি এবং সব সময় তাঁর মাথায় কাজ করেছে ফেরার কথাও।
নতুন করে দায়িত্ব পেয়ে হাথুরু বললেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটকে চলে যাওয়ার পর থেকেই অনুসরণ করছি। সময়ে সময়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার সব সময়ই কোমল জায়গা ছিল। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট (কাজ)। মাথায় সব সময় ফিরে আসার কথা কাজ করত।’