ইউরোপে দল বদল : কে কোথায় গেলেন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২১, ১১:৫০ এএম

ইউরোপে দল বদল : কে কোথায় গেলেন

জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ খেলে ফেলেছেন ফুটবলাররা। এছাড়া অনেক মহাদেশে অবশ্য খেলা চলছে। তবে এর মাঝেই ইউরোপে দল বদল ও চুক্তি নবায়নের কাজ চলছে। লিওনেল মেসি বার্সেলোনার সঙ্গে আরো ৫ বছর চুক্তি নবায়ন করেছেন। এছাড়া আরো কিছু বড় নাম দল বদল করেছে। এমন তারকা কয়েকজনের আপডেট তুলে ধরা হলো-

 

নেইমার : ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার প্যারিস সেইন্ট জার্মেইয়ে খেলেন। বার্সেলোনায় ফেরার কথা থাকলেও তিনি যাচ্ছেন না। চুক্তি নবায়ন করেছেন পিএসজির সঙ্গে। ফলে তিনি ফ্রান্সেই থাকছেন। 

 

অ্যান্তোয়েন গ্রিজম্যান : লিওনেল মেসি বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন শেষ করেছেন। অবশ্য আনুষ্ঠানিকতা এখনো হয়নি। তবে বার্সেলোনা ছেড়ে দেবে অ্যান্তোয়েন গ্রিজম্যানকে। গ্রিজম্যান চলে যাচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। আগেও তিনি এই ক্লাবে খেলেছেন। মেসি অর্ধেক বেতনে রাজি হয়েছেন বার্সেলোনায় থাকতে। আর বাধ্যতামূলক ছাড়তে হচ্ছে গ্রিজম্যানকে। আয় ও ব্যয় সমন্বয় করতেই এই চিন্তা করতে হয়েছে। গ্রিজম্যানের বদলে সাওল বার্সেলোনায় আসবেন। 

 

অলিভিয়ের জিরু : ফ্রান্সের ফরোয়ার্ড অলিভিয়ের জিরু এসি মিলানে যোগ দিচ্ছেন। চেলসি থেকে আসছেন তিনি। এই লন্ডনের কাবে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জিতেছেন। এবার এসি মিলানে ফুল হয়ে ফোটার অপেক্ষায় তিনি। ইউরোতে ফ্রান্স শেষ ষোলোতে বিদায় নেয়। ক্লাবে সে দুঃখ ভুলতে চাইবেন ভাল কিছু করে। 

 

রাফায়েল ভারান : রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার তিনি। ধারণা করা হচ্ছে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন। তবে এখনো কোনো কিছুই নিশ্চিত নয়। আরো কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। চুক্তি যদি হয় তাহলে সেটা ২০২৬ পর্যন্ত হবে। 

 

গ্যারেথ বেল : আগামী মৌসুমে গ্যারেথ বেল টটেনহ্যামে থাকছেন না। তার রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। টটেনহ্যামের কোচ নুনো বলেছেন,‘ বেল আমাদের পরিকল্পনায় নেই।’ বেল আগে রিয়াল মাদ্রিদে ছিলেন। ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। 

 

ক্রিস্টিয়ানো রোনালদো : ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসেই থাকছেন। আর একটি মৌসুম তার জুভের সঙ্গে চুক্তি রয়েছে। রোনালদো কোনো আপডেট দেননি। কোথাও যাচ্ছেন সেটাও জানাননি। ২৫ জুলাই জুভেন্টাসের ক্যাম্পে যোগ দেবেন। বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে তিনি জুভেন্টাসে আসেন। 

 

সার্জিও রামোস, হাকিমি ও ডোনারোমা : নেইমার ও এমবাপ্পেরা আসছে মৌসুমে সার্জিও রামোস, আশরাফ হাকিমি ও জিয়ানলুইজি ডোনারোমাকে পাচ্ছে। রামোস রিয়াল থেকে আসছেন। হাকিমি খেলতেন ইন্টারমিলানে। আর ডোনারোমা আসছেন এসি মিলান থেকে। 

 

ম্যানুয়েল লোকাতেলি : ম্যানুয়েল লোকাতেলি ইউরোতে আলো কেড়েছেন। ইতালির হয়ে দারুণ খেলেছেন। সাসুওলোতে খেলেন তিনি। তবে জুভেন্টাস চেষ্টা করে যাচ্ছে তাকে পেতে। 

 

কিলিয়ান এমবাপ্পে ও লেভানডভস্কি : রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে পেতে মরিয়া চেষ্টা করে যাচ্ছে। তবে মনে হচ্ছে না এটা সম্ভব। তবে সেক্ষেত্রে তারা বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডভস্কির দিকে হাত বাড়াবে। রিয়াল মাদ্রিদ বেশ চাপে রয়েছে। করোনার জন্য দেনায় ডুবে আছে তারা বার্সেলোনার মত। 

 

রোমেলু লুকাকু : রোমেলু লুকাকু ইন্টারমিলানেই থাকছেন। ম্যানসিটি ও চেলসি চেষ্টা করেছিল। কিন্তু তারা বাইড করতে পারেনি। ইন্টারমিলান তাকে ছাড়ছে না। 

 

ফেডরিকো কিয়েজা ও আরলিং হালান্ড : কিয়েজা জুভেন্টাসেই থাকছেন। ইতালিকে ইউরো জিতিয়েছেন তিনি। বর্তমানে তাকে পেতে সব কাব চেষ্টা করছে। কিন্তু জুভেন্টাস কিয়েজাকে ছাড়ছে না। আর আরলিং হালান্ড বরুশিয়া ডর্টমুন্ডেই থাকছেন। 

 

 

 

 

 

Link copied!