ইতালির লিগ সিরিএ শুরু হচ্ছে আজ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২১, ০৪:৪৬ এএম

ইতালির লিগ সিরিএ শুরু হচ্ছে আজ

 

সিরি এ লিগের শিরোপা ধরে রাখার নতুন মিশন শুরু করতে যাচ্ছে আজ বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। যদিও আর্থিক সংকট ও সমর্থকদের অসন্তোষ নিয়ে ক্লাবটির শিরোপা অক্ষুন্ন রাখাটা ক্লাবটির জন্য বেশ কঠিন হতে পারে। মৌসুমের উদ্বোধনী ম্যাচে ইন্টারের প্রতিপক্ষ আজ জেনোয়া। আর কাল জুভেন্টাস মৌসুম শুরু করবে উদিনেসের সঙ্গে লড়াই করে। 

গ্রীষ্মকালীন দল বদলের নাটকীয়তা গত সপ্তাহে দলটির ভাবমুর্তি অনেকখানি নিচে নামিয়ে এনেছে। তারকা স্ট্রাইকার রোমেলু লকাকুকে চেলসির কাছে বিক্রি করে দেয়ার ঘটনা শুধু যে সমর্থকদের ক্ষুব্ধ করেছে তা নয়, একই সঙ্গে অসন্তুষ্ট হয়েছেন ক্লাবের সিইও জিউসেপ মোরাতা ও নতুন কোচ সিমোন ইনজাগিও।

দ্য গাজ্জেটা দেলো স্পোর্টস এর রিপোর্টে বলা হয়েছে ইন্টারের নগদ অর্থ সংকটে থাকা চীনা মালিক সুনিং রাইট ব্যাক আচরাফ হাকিমিকে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে বিক্রি করার পর বেলজিয়ান ফরোয়ার্ড লুকাকুকেও বিক্রি করে দিয়েছে।

লিগ শিরোপা নিশ্চিতের আগেই স্পষ্ট হয় উঠেছিল ইন্টারের আর্থিক সংকটের বিষয়টি। যে কারণে ক্লাবটির ভারডুবির আশংকায় গতমাসে দায়িত্ব ছেড়ে দিয়েছেন আগের কোচ এন্টনিও কন্টে।                    

কিছু কিছু পজিশনে ইন্টারের অবস্থা বেশ শক্তিশালী। কারণ ২০২০ ইউরো শিরোপা জয়ী দলের সদস্য নিকোলো বারেলা একনো ক্লাবটিতেই আছেন। তবে স্কোয়াডটি এখন নিন্মমুখি। লুকাকুর জায়গায় স্থান পেয়েছেন এডিন জেকো। যিনি সিরি এ লীগের সঙ্গে যেমন মানিয়ে নিয়েছেন তেমনি আক্রমনভাগেও বেশ দক্ষ। তবে বসনিয় এই স্ট্রাইকারের বয়স এখন ৩৫ বছর। গত মৌসুমে তিনি মাত্র ৭টি লীগ গোল করেছেন।

ইউরো ২০২০ টুর্নামেন্টে দারুন নৈপুন্য প্রদর্শন করা ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস অবশ্য ইর্ষনীয় একজন খেলোয়াড়। জেকোকে সঙ্গী করে তিনি কতটুকু নির্ভিক খেলা উপহার দিতে পারেন তার উপরই নির্ভর করছে ইন্টারের সম্ভাবনা। অবশ্য স্বল্প বাজেটের ল্যাৎসিওকে নিয়ে তিনি এর আগে বাজিমাত করেছেন।

এদিকে ফের পুর্বের স্থান  ফিরে পাবার প্রস্তুতি নিচ্ছে জুভেন্টাস। কোচের দায়িত্বে ফিরে এসেছেন মাসিমিলিয়ানো আলেগ্রি। ইতোমধ্যে দলটির স্কোয়াডে ভেড়ানো হয়েছে ইউরোর তারকা ম্যানুয়েল লোকাত্তেলিকে। তিনি খেলবেন মধ্যমাঠে। আন্দ্রে পিরলোর অধীনে গত মৌসুমে এই পজিশনেই দলটির দূর্বলতা প্রকটভাবে ফুটে উঠেছিল।

এদিকে মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব্  ছাড়ার গুজবেও জুভেন্টাসের শিরোপা ফিরে পাবার সম্ভাবনার উৎসাহে কোন ভাটা পড়েনি। বরং আলেগ্রির প্রত্যাবর্তনে পুরনো শত্রুদের কাছ থেকে শিরোপা পুনরুদ্ধারে তুরিনের আশা আরো বাড়িয়ে দিয়েছে।

Link copied!