আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের দুইটি ম্যাচ খেলতে এপ্রিলে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। দুইটা টেস্ট ম্যাচ একই ভেন্যুতে হবে। ১২ এপ্রিল কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন টাইগাররা। গত জুলাইয়ে বাংলাদেশ দলের শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল। তবে করোনার কারণে তা পিছিয়ে যায়।
এরপর অক্টোবরে সিরিজটি আয়োজনের চেষ্টা করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত কোয়ারেন্টিন ঝামেলায় তা স্থগিত হয়ে যায়। এপ্রিলে দুই দলের কোন সিরিজ না থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের স্থগিত হয়ে যাওয়া ওই দুই টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ও শ্রীলংকা ক্রিকেট।
এদিকে, আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে ২০ মে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলংকার। এমনটাই জানিয়েছেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী।