ক্রিকেট নয় এবার অভিনয়ে নাম লিখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। জানা গেছে গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালেই দুই ম্যাচের ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুণী অভিনেতা।
এর আগে সাকিব আল হাসান এক অনুষ্ঠানে বলেছিলেন যে পারে সে সবই পারে। সেই কথাটির যেন যথার্থ মূল্যায়ন করলেন তিনি। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে, সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব। মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরিকৃত স্বল্পদৈর্ঘ্য চলচিত্র।
গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন খেলার ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং হয়। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। এখন দেখার বিষয় মাঠের অলরাউন্ডার অভিনয়ে কেমন পারফর্ম করেন।