কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে গ্রীসের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে ফ্রান্স। প্যারিসে গ্রীসকে ১-০ গোলে পরাজিত করে গ্রুপ-বি’তে চার ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করেছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা গ্রীসের তুলনায় তারা ছয় পয়েন্ট এগিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে।
৫৫ মিনিটে এমবাপ্পের প্রথম শটটি গ্রীক গোলরক্ষক ওডিসিস ভøাকোডিমস রুখে দেন। কিন্তু গ্রীক ডিফেন্ডারদের লাইন অতিক্রমের কারনে দ্বিতীয়বার পেনাল্টি শট নেবার সুযোগ পান এমবাপ্পে। দ্বিতীয় প্রচেষ্টায় ফরাসী তারকা আর কোন ভুল করেননি। গ্রীক ডিফেন্ডার কোস্টানটিনোস মাভ্রোপানোস ৬৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হলে বাকি সময়টা গ্রীসকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। এর আগে আঁতোয়ান গ্রীজম্যানকে ফাউলের অপরাধে তার বিরুদ্ধেই পেনাল্টি আদায় করে নেয় ফ্রান্স। ঐ সময়ও লাল কার্ড থেকে মাভ্রোপানোস রক্ষা পেয়েছিলেন।
এমবাপ্পে পেনাল্টি থেকে চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৫৪তম গোল করেন। তাতে ১৯৫৭-৫৮ মৌসুমে জাস্ট ফন্টেইনের রেকর্ড ভেঙে ফ্রান্সের কোনো খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক হলেন তিনি।