দরজায় কড়া নাড়ছে বিপিএলের নবম আসর। আগামী ৬ জানুয়ারি চার ছয়ের ফুলঝুড়িতে নামবে দলগুলো। গেল বারের চেয়ে এবারের বিপিএলে বেড়েছে দল সংখ্যা। এসেছে নতুন নতুন ফ্রাঞ্চাইজি। গেল বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবারেও বেশ আটঘাট বেঁধে দল সাজিয়েছে দলটি। চলুন দেখে নেওয়া যাক কেমন হলো কুমিল্লা ভিক্টোরিয়ানসের এবারের দল।
প্রতিবারই দলে নতুন নতুন চমক থাকে কুমিল্লার। তবে এবারের চমকটা একটু বেশি। বিশ্বের সেরা বোলার পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে সরাসরি ভিড়িয়েছে দলটি। এছাড়াও দলে রয়েছে মুস্তাফিজুর রহমান, ফজলে হক ফারুকি, হাসান আলির মতো বলাররা। বলাই যায় টুর্নামেন্টের সেরা পেস অ্যাটাক নিয়ে মাঠে নামবে ভিক্টোরিয়ানসরা।
ব্যাটিংয়েও বেশ সমৃদ্ধ কুমিল্লা। পাকিস্তানের মারকুটে ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দলে ভিড়িয়েছে তারা। রিজওয়ানের সাথে ওপেনিংয়ে মাঠ মাতাতে প্রস্তুত দেশ সেরা ব্যাটার লিটন দাস। ব্রেন্ডন কিং, ওয়ালটোনের মতো মারকুটে ব্যাটার নিয়ে দল সাজিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
এ তো গেল বোলিং আর ব্যাটার অল রাউন্ডারদের দিকেও আলাদা নজর রেখেছে ভিক্টোরিয়ানসরা। আফগানিস্তানের মোহাম্মদ নাবীর সাথে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত-এর মতো অলরাউন্ডাররা।
স্পিনে অ্যাটাকে কুমিল্লার ভার্সিতে দেখা যাবে নাইম হাসান ও গেল আসরের দারুণ বল করা তানভির ইসলামকে।
দলটিতে বিদেশি স্পিনার হিসেবে দেখা যাবে পাকিস্তানের নতুন সেনসেশন আবরারকে।
খেলোয়াড় তালিকা দেখে কুমিল্লা ভিক্টোরিয়ানস তারকাসমৃদ্ধ দল বলে মনে হচ্ছে। এখন দেখার বিষয় মাঠের পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারে এ দলটি। দর্শক আপনাদের কাছে কুমিল্লা ভিক্টোরিয়ানস দল কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না।