কোপা আমেরিকা নিশ্চিত করেছে ব্রাজিল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২১, ০৭:২০ এএম

কোপা আমেরিকা নিশ্চিত করেছে ব্রাজিল

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো কোপা আমেরিকার আয়োজক হতে রাজি হয়েছেন। আগের বারেও ব্রাজিলেই হয়েছিল কোপা আমেরিকার আসর। আর সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবার ব্রাজিল শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে। ১৩ জুন শুরু হবে আসর। আর্জেন্টিনা ও চিলি উদ্বোধনী ম্যাচে খেলবে।

করোনা পরিস্থিতি ভাল নয় আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। ফলে দুটি দেশই এই আসর আয়োজন করতে পারেনি। ব্রাজিলেও কোভিড পরিস্থিতি বেশ জটিল। তারপরও দেশটির প্রেসিডেন্ট আত্মবিশ্বাস নিয়ে বলেছেন,‘ ব্রাজিল কোপা আমেরিকা আয়োজন করবে।’ অবশ্য দর্শক প্রবেশ করতে পারবে না এই আসরে। এই আসরের ফাইনাল ১০ জুলাই রয়েছে। 

কোভিড-১৯ এর কারনে আর্জেন্টিনা ও সামাজিক অস্থিরতার কারনে কলম্বিয়াকে যৌথ আয়োজকের স্বত্ত থেকে বাদ দিয়েছিল লাতিন ফুটবলের এই সর্বোচ্চ কনমেবল।দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন আয়োজক খুঁজে নেবার জন্য কনমেবলের উপর চাপ থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিল এগিয়ে এসেছে। আর্জেন্টিনাকে আয়োজক হিসেবে বাদ দেবার পরের দিনেই কনমেবল ঘোষনা করেছে আগামী ১৩ জুন থেকে ১০ জুলাই পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ব্রাজিলের কোপা আমেরিকা এবারের আসর অনুষ্ঠিত হবে। 

এর আগে ২০১৯ সালে ব্রাজিলে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল। গত বছর এই টুর্নামেন্ট আয়োজনের নির্ধারিত তারিখ থাকলেও বৈশ্বিক করোনা মহামারীর কারনে তা এক বছর পিছিয়ে দেয়া হয়।

নতুন আয়োজক ব্রাজিল বিশ্বব্যাপীয় করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে অন্যতম। মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় সর্বোচ্চ দেশ হিসেবে ব্রাজিলে মৃত্যু হয়েছে সাড়ে চার লাখেরও বেশী মানুষের, আক্রান্ত হয়েছে সাড়ে ১৬ মিলিয়নেরও অধিক মানুষ।

 

Link copied!