গ্যাটলিন অবসর নিলেন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৪:৫১ এএম

গ্যাটলিন অবসর নিলেন

ট্র্যাককে বিদায় জানালেন কিংবদন্তি জাস্টিন গ্যাটলিন। ৪০ বছর বয়সি এই মার্কিন অ্যাথলিটের জীবনে বিতর্ক ও সাফল্য ছিল ওতপ্রোতভাবে জড়িত। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ‘ডিয়ার ট্র্যাক’ শিরোনামে গ্যাটলিনের পোস্ট, ‘ট্র্যাক, তোমার প্রতি ভালোবাসা আজীবন থাকবে। জীবনের দৌড়ে অনেক অশ্রু ঝরেছে। কখনও আনন্দের, আবার কখনও দুঃখেরও। অন ইয়োর মার্ক, গেট সেট, গন।’ 

২০০৪ এথেন্স ওলিম্পিকসের ১০০ মিটারে  সোনা জিতে প্রথম নজর কাড়েন গ্যাটলিন। তাঁর নাম বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার অক্ষরে লেখা থাকবে। ২০০৫ হেলসিঙ্কি মিটের ১০০ ও ২০০ মিটারে গ্যাটলিনের ঝুলিতে রয়েছে সোনার পদক। এছাড়া ২০১৭ সালে লন্ডন মিটের ১০০ মিটারে উসেইন বোল্টকে হারিয়ে জেতেন সোনা। দু’বছর পর দোহাতে ৪x১০০ মিটার রিলেতে আমেরিকার সোনা জয়ের কারিগর জাস্টিনই। 

খ্যাতির পাশাপাশি বিতর্ক তাঁর সবসময়ের সঙ্গী। ২০০১ সালে নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের দায়ে তিনি শাস্তির মুখে পড়েন। চার বছর পর  শরীরে অতিরিক্ত টেস্টোস্টেরনের জেরে আট বছর নির্বাসিত হন।

 

Link copied!