আগামীকাল কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।বিশ্বকাপ বাছাইপর্বের এই কাতার যাত্রায় ২৫ ফুটবলার ও ১০ অফিসিয়াল মিলিয়ে মোট ৩৫ জন যাবে। আজ বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। যেখানে প্রতিপক্ষ শেখ জামাল।
বাংলাদেশের কাতার যাত্রার বিষয় নিয়ে তিনি কাজী নাবিল বলেন,‘ আমাদের ৩০ মে যাওয়ার কথা ছিল। নির্ধারিত তারিখের দুই দিন আগে ২৮ মে সকাল ১১টায় কাতার এয়ারওয়েজ যোগে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে পৌছে বিমানবন্দরেই কোভিড টেস্ট করানো হবে। এরপর ২৪ ঘন্টার মধ্যে কোভিড টেস্টের ফলাফল হাতে পাওয়ার পর অনুশীলন করতে মাঠে নামবে বাংলাদেশ দল।’
আগামী ৩রা জুন ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর ৭ই জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা।