জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২১, ০২:২৭ এএম

জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও কোচ বিশিষ্ট ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। আজ (মঙ্গলবার) বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

গত ১৫ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিন দিন আগে তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন স্বনামধন্য এই ক্রিকেট কোচ। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল খবরটি নিশ্চিত করেছেন। 

বিশিষ্ট এই ক্রিকেট কোচের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার হাতে গড়া  তারকা ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তাজা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছেন,‘ আমরা একজন অভিবাবককে হারালাম।’

নিজের ফেসবুক স্ট্যাটাসে জালাল চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে মাশরাফি বলেন,‘ক্যারিয়ারের শুরুতে যিনি আমাকে অনুপ্রানীত করেছেন, তার মুত্যু শোক সহ্য করা কঠিন। স্যার আপনার অধীনে খেলা, আপনার পরামর্শ, আপনার লেখা, সব কিছুই এখন স্মৃতি হয়ে গেছে। যারা বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদানগুলো দেখেছেন, তারা আজীবন আপনাকে স্মরণ করবেন। পরকালে আপনি  ভাল থাকবেন স্যার।’  

১৯৬০  দশকের মাঝামাঝি উদিতি ক্লাবের হয়ে ঢাকা লিগে ক্রিকেট খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন জালাল আহমেদ চৌধুরী। ওপেনিং ব্যাটসম্যান ও উইকেট রক্ষক হিসেবে তিনি খেলেছেন ইয়ং পেগাসাস, টাউন ক্লাব ও ধানমন্ডি ক্লাবে। জাতীয় চ্যাম্পিয়নশীপে তিনি প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ রেলওয়ের। ১৯৭৭ সালে এমসিসি সফরে প্রথম স্বাধীন বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। 

১৯৭৯ সালে ভারতের পাতিয়ালা ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পোর্ট থেকে তিনি ক্রিকেট কোচিংয়ে ডিপ্লোমা লাভ করেন। এরপর ঢাকা লিগের দল আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, সাধারণ বীমা, আজাদ স্পোর্টিং, পিডব্লিউডি, ধানমন্ডি ক্লাব ও কলাবাগনের কোচ হিসেবে দায়িত্ব পালন  করেছেন  জালাল আহমেদ চৌধুরী। ১৯৭৯ ও ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের কোচদের একজন ছিলেন তিনি। ২০০২ সালে আইসিসি অনুর্ধ-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচেরও দায়িত্ব পালন করেছেন জালাল আহমেদ চৌধুরী। 

Link copied!