প্যারিস সেইন্ট জার্মেই নয়। জিনেদিন জিদান হতে চান ফ্রান্সের কোচ। অবশ্য সেটা ২০২২ বিশ্বকাপের পর। এ জন্য তিনি কোনো ক্লাবের সঙ্গে যোগাযোগ করেননি। অগত্যা পিএসজি নতুন কোচের সন্ধানে নেমেছে।
ফ্রান্সের এল ইকুইপে এবং আরসিএম স্পোর্টসের মতো পত্রিকাগুলোর দাবি, পিএসজির কোচ হওয়ার প্রস্তাব এরই মধ্যে ফিরিয়ে দিয়েছেন জিদান। টেলেফুটের সঙ্গে সাক্ষাৎকারে কোচিংয়ে ফেরা নিয়ে জিদান বলেন, ‘একজন কোচ হিসেবে কি এখনো আমার কিছু ভূমিকা রাখার সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই। হয়তো বেশি কিংবা কম। আমি আসলে চাই কোচিং চালিয়ে যেতে। কারণ এই পেশাটার প্রতি আমার মায়া জন্মে গেছে এবং এখানে কিছু স্বপ্নও আছে।’
ইউরোপের সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ইটালীয় মাতেরাজ্জিকে মাথা দিয়ে ঢুঁস মারার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় প্রাক্তন রিয়াল মাদ্রিদ ম্যানেজারকে। তার উত্তর দিতে গিয়ে জ়িদান বলেন, ‘সে দিন যা হয়েছিল, তার জন্য আমি কখনও গর্বিত নই। কিন্তু দীর্ঘ জীবনে চলার পথে এটি একটি ঘটনা হিসেবেই থেকে যাবে। জীবনে তো সব কিছু ঠিকঠাক হয় না। একজন ফুটবল খেলোয়াড়ের জীবনেও অনেক কঠিন মুহূর্ত আসে। বলতে পারেন, এটি তার মধ্যে একটি।’