জয় বসুন্ধরা-জামালের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২২, ০৭:২৯ পিএম

জয় বসুন্ধরা-জামালের

অভিষেকেই চমক দেখিয়েছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগুয়েল ফিগেইরা দামাশেনো। প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে যোগ দিয়েছিলেন বসুন্ধরায়। রোববার প্রথম দিন মাঠে নেমেই জোড়া গোল করে জেতালেন দলকে। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তার দুই গোলের সুবাদে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারায় বসুন্ধরা। গোপালগঞ্জে দিনের অন্য ম্যাচে সমান ব্যবধানে উত্তর বারিধারাকে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

নীচতলা আর উপর তলার লড়াই। প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ ও সর্বনিš§ দলের লড়াই। ম্যাচটি আগ্রহের কেন্দ্রে ছিল মূলত দুটি কারণে। স্বাধীনতা ক্রীড়া সংঘ ফিরতি পর্বেও ম্যাচ জিতে চমক উপহার দিতে পারে কিনা এবং বসুন্ধরা কিংসের নতুন দুই সেনানী কেমন করেন- তা দেখার কৌতুহল ছিল সবার। নুহা মোরাং না পারলেও জোড়া গোলে অভিষেকে আলো ছড়ালেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা দামাশেনো। প্রথম লেগে এই দলটির কাছে হারের কষ্টে প্রলেপ দিল কিংস। এই জয়ে ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল বসুন্ধরা কিংস। সমান ম্যাচে মাত্র ছয় পয়েণ্ট নিয়ে টেবিলের তলানীতেই রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নতুন কোচকে জয় উপহার দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলাররা। নাইজেরিয়ান জোসেফ আফুসি বাংলাদেশ কিংবা শেখ জামালে নতুন কেউ নন। আগেও তিনি দায়িত্ব পালন করেছেন। তবে এই মৌসুমে লিগের মাঝামাঝি এসে দায়িত্ব নিলেন শেখ জামালের। আফুসির অভিষেক দিনে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়ে শিষ্যরা জয় উপহার দেন কোচকে। আফুসি এবার তার সঙ্গে দুই নাইজেরিয়ান ফুটবলারও এনেছেন। সেই দুই নাইজেরিয়ানের গোলেই জিতেছে শেখ জামাল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই চিজোকের গোলে আফুসির দল এগিয়ে যায় (১-০)। ম্যাচের ২১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নাইজেরিয়ান মুসা (২-০)। এরপর আর গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন আফুসি। এই জয়ে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল শেখ জামাল। ঢাকা আবাহনী এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। উত্তর বারিধারা ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দশ নম্বরে।

Link copied!