টসে জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২১, ০৫:৩৫ পিএম

টসে জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। অবশেষে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।  অনেক আলোচনা-সমালোচনা জল্পনা-কল্পনা আর শর্তের বেড়াজালে ঘেরা অস্ট্রেলিয়া সিরিজের সেই মহেন্দ্রক্ষণ এলো। 

মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়। এই ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। 

এর আগে বাংলাদেশ কখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে খেলেনি। বিশ্বকাপের আসরে ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছিল; সবগুলোতেই হারে বাংলাদেশ। এবার ঘরের মাঠে টাইগারদের সামনে সুযোগ প্রথম জয়ের। 

বিকেল সোয়া ৪টার দিকে একটু পরেই মাঠে আসে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া মাঠে আসে সাড়ে ৪টার দিকে।  মাঠে এসেই ব্যাট নিয়ে ইনডোরের দিকে চলে যান মোহাম্মদ মিথুন ও মাহেদী হাসান। আর শের-ই বাংলায় ব্যাটিং অনুশীলন করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাকিরা ব্যস্ত ওয়ার্মআপ আর রানিংয়ে। কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে পিচ দেখেছেন মোস্তাফিজুর রহমানরা। সঙ্গে ছিলেন অন্য কোচিং স্টাফরাও। 

এদিকে অস্ট্রেলিয়া দল মাঠে এসেই ব্যস্ত হয়ে পড়েন ওয়ার্ম-আপে। আর কোচ-অধিনায়ক ড্রেসিং রুম থেকে বেরিয়ে পিচ দেখায় ব্যস্ত ছিলেন। এখন ১ নাম্বার উইকেটে বল নিয়ে হাত ঘোরাচ্ছেন স্পিনাররা। 

বিকেলে মিরপুরে রোদ ঝলমল করলেও এখন আকাশে আছে মেঘের আনাগোনা। তবে আজকের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সন্ধ্যার পর ঢাকার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটি বেশি সময় স্থায়ী হবে না৷ রাত দশটার দিকেও হতে পারে বৃষ্টি। আজ ঢাকায় সর্ব্বোচ্চ ৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক,  অ্যান্ড্রু টাই, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

Link copied!