ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। এই দুই দলের লড়াই থেকেই জানা যাবে, ফাইনালে কারা হচ্ছে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ।
বুধবার আল বায়েত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
১৯৭০ সালে বিশ্বকাপ অভিষেক হয় মরক্কোর। এবারের আগে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করেছিল ১৯৮৬ আসরে। অন্যদিকে ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে খেলা ১৩ দলের একটি ফ্রান্স। এনিয়ে বিশ্বকাপে ১৬ বার খেলছে দুইবার শিরোপা জেতা দলটি।
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে আফ্রিকার দেশটির বিপক্ষে কখনও হারেনি ফ্রান্স।