নারী দলের দায়িত্ব ছাড়লেন প্রধান কোচ ছোটন

স্পোর্টস ডেস্ক

মে ২৬, ২০২৩, ০৬:৫৬ পিএম

নারী দলের দায়িত্ব ছাড়লেন প্রধান কোচ ছোটন


সরকারী ছুটির দিন শুক্রবার। অফিস-আদালত বন্ধ। চারিদিকে নিরবতা। হঠাৎ সরগরম হয়ে উঠে ফুটবলাঙ্গণ। সকালে ফেসবুক পেজে ঘোষণা দিয়ে মেয়েদের জাতীয় দল থেকে অবসরের কথা জানান সিরাত জাহান স্বপ্না। বিকালে কোচের দায়িত্ব ছাড়ার কথা জানান মেয়েদের সফল কোচ গোলাম রব্বানী। ১ জুন থেকে আর জাতীয় দলের দায়িত্বে থাকবেন না তিনি।

প্রায় এক দশক ধরে দেশের নারী ফুটবলে সফল নাম কোচ গোলাম রব্বানী।জাতীয় দলসহ, বয়সভিত্তিক সব দলকেই তিনি প্রশিক্ষণ দেন এবং সফলতাও কুড়িয়ে আনেন দেশের জন্য। তার হাত ধরেই গেল বছর নেপালে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশকে এনে দিয়েছেন অনেক আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা। এত কিছু জিতলেও তার সঠিক মূল্যায়ন সেভাবে হয়নি। জানা গেছে, আর্থিক পারিশ্রমিকের পাশাপাশি আরো কয়েকটি বিষয়েও তার অসন্তুষ্টি রয়েছে। তাই আনুচিং মোগিনী, সাজেদা খাতুন ও সিরাত জাহান স্বপ্নার অবসরের ঘোষণার পর এবার গুরুর পদ থেকে অবসর নিতে চাইছেন গোলাম রব্বানী। তিনি মিডিয়াকে বলেন, ‘কয়েক বছর ধরেই অসম্ভব পরিশ্রম করেছি। সকাল থেকে সন্ধ্যা অবদি কোন ফুসরত পাইনি। একাধারে জাতীয় দল ও বয়সভিত্তিক দলগুলোকে অনুশীলন করিয়েছি, প্রতিযোগিতায় খেলিয়েছি। শারীরিক এবং মানসিক দুদিক দিইে আমি ক্লান্ত। আমার বিশ্রাম দরকার। বয়সও হয়েছে। পরিবারকেও সময় দেওয়া দরকার। তাই বাফুফের কোচের দায়িত্ব ছাড়তে চাই।’ 

বাফুফে ছাড়ার সিদ্ধান্ত নিলেও এখনো এই বিষয়ে কর্মকর্তাদের কিছু বলেননি গোলাম রব্বানী। তবে বিশ্রামের পর আবার কোচিংয়ে ফিরতে চান তিনি। গোলাম রব্বানীর কথায়, ‘আপাতত পরিকল্পনা মাস দুয়েক বিশ্রাম নেওয়ার। এরপর হয়তো কোনো ক্লাব বা কিছুতে কোচিংয়ে ফিরতে পারি।’ বাফুফেকে জানানো বিষয়ে গোলাম রব্বানী বলেন, ‘মৌখিকভাবে আমি বাফুফের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদককে জানিয়েছি। দুয়েকদিনের মধ্যে চিঠি দিয়ে বাফুফের সবাইকে জানাবো।’

 

Link copied!