নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ মিঠুন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২১, ০৫:২৫ পিএম

নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ মিঠুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে এক বিবৃতি দিয়ে এই দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড।

দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। 

১,৩,৫,৮ ও ১০ সেপ্টেম্বর টি-টোয়েন্টি পাঁচটি রয়েছে। প্রতিটি ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর ম্যাচ শুরুর সময় বিকাল ৪টা। ২৪ আগস্ট নিউজিল্যান্ড দলের ঢাকা আসার কথা রয়েছে। 

বাংলাদেশ স্কোয়াড: 

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

Link copied!