বিশ্বকাপ থেকে ব্রাজিল তারকা নেইমার ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাঁর বাবা নেইমার সান্তোস সিনিয়র সেই শঙ্কা উড়িয়ে দিয়ে আশার বাণী শুনিয়েছেন।
শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। প্রথমে তাঁর চোট হালকা ধারণা করা হলেও এখন সেটি গুরুতর বলেই মনে হচ্ছে। পুরো বিশ্বকাপ থেকেই এই তারকা ছিটকে যেতে পারেন আশঙ্কা করা হচ্ছে।
তবে ছেলের ইনজুরির আপডেট জানিয়ে নেইমার সিনিয়র জানাচ্ছেন অন্য কথা। তাঁর ভাষ্য, ১৮ ডিসেম্বর ফাইনালে ব্রাজিল খেললে দেখা যাবে তার নেইমারকে।
তিনি বলেন, চোট পাওয়ার আগে দারুণ ফর্মে ছিল নেইমার জুনিয়র। আশা করছি, জাতীয় দল ফাইনালে খেলতে পারলে তাঁকে আগের অবস্থাতেই পাওয়া যাবে। নেইমার তখন সেরাটা দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নেইমার সিনিয়রের বিশ্বাস তাঁর ছেলে ফাইনাল দিয়ে আবার মাঠে ফিরবে। সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপ জয়ে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবে।