নেইমারের পছন্দের তালিকায় ব্রাজিলের সঙ্গে আছে আর্জেন্টিনাও

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৭, ২০২২, ০২:১৩ পিএম

নেইমারের পছন্দের তালিকায় ব্রাজিলের সঙ্গে আছে আর্জেন্টিনাও

বিশ্বকাপের আগে অবধারিতভাবেই শুরু হয়ে  গেছে ফেভারিটদের নিয়ে জল্পনা-কল্পনা। কারা এগিয়ে বিশ্বকাপের ট্রফিটি নিজেদের করে নেওয়ার দৌড়ে, এই নিয়েই যেন এখন সবার মাথাব্যাথা। বিশ্বকাপের শিরোপা জেতার লড়াইয়ে ফেভারিট তালিকা নিয়ে ভাবনা রয়েছে ফুটবলারদেরও।

ব্রাজিলিয়ান তারকা নেইমার ফেভারিট হিসেবে বেঁছে নিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকেই। পিএসজি তারকা স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডের সম্ভাবনাও দেখছেন।

বৃটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘(বিশ্বকাপে) ফেভারিট দল আর্জেন্টিনা, জার্মানি, স্পেন এবং ফ্রান্স। আমি মনে করি, ব্রাজিলের মতো এই চার দলও বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্য।’

পরক্ষণেই ইংল্যান্ডের সম্ভাবনার কথা জানান নেইমার। তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডের কথা ভুলে গিয়েছিলাম। নিঃসন্দেহে তাদেরও সুযোগ রয়েছে।

এবারও বিশ্বকাপে ফেবারিট ব্রাজিল। নেইমারও সেটিই মনে করেন। তবে নিজ দেশের সঙ্গে পিএসজি সতীর্থ লিওনেল মেসির আর্জেন্টিনাকেও বিশ্বকাপ জয়ের অন্যতম যোগ্য দল হিসেবে মানেন। ব্রাজিল, আর্জেন্টিনার পাশাপাশি তাঁর দৃষ্টিতে বিশ্বকাপ জেতায় দুটি যোগ্যতাসম্পন্ন দল হচ্ছে ফ্রান্স ও স্পেন।

একই সঙ্গে তিনি এ-ও মনে করেন, বিশ্বকাপ এতটাই চমক নিয়ে অপেক্ষা করে যে এই আসরে প্রত্যাশার বাইরে থেকেও অনেক দূর যাওয়া সম্ভব। আবার প্রত্যাশা থাকা সত্ত্বেও কিছু দল দ্রুতই বিদায় নেয় শিরোপার লড়াই থেকে।

Link copied!