কাতার বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন উঠে পিএসজিতে থাকছেন না নেইমার। এবার নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তাঁর বাবা।
নেইমারের বাবা বলেন, ‘ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। কিন্তু নেইমার পিএসজির সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করেছে। যা ২০২৭ পর্যন্ত থাকছে। সে সবেমাত্র নবায়ন করেছে, তাই এটা এখন বলা কঠিন।’
কাতার বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরে এমবাপ্পে পিএসজিকে নাকি তিনটি কঠিন শর্ত দেন। সেখানে অন্যতম ছিল, নেইমারকে বাদ দিতে হবে। দ্বিতীয় শর্তে বলেন, প্যারিসিয়ানদের বর্তমান কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরকে সরিয়ে জিনেদিন জিদানকে কোচ বানাতে হবে।
সব মিলিয়ে গুঞ্জন উঠেছে, এমবাপ্পেকে শান্ত রাখা এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ধরে রাখার পরিকল্পনা হিসেবে নেইমারকে ছেড়ে দিতে চায় ক্লাবটি। সেজন্য মূল্য কমাতেও রাজি পিএসজি। গোল ডটকমের একটি প্রতিবেদনে উঠে এসেছিল, প্রয়োজনে নেইমারের মূল্য এক-তৃতীয়াংশ কমাতেও রাজি তাঁরা।