রাফিনহার জোড়া ও বারবোসা, নেইমারে এক গোলে ব্রাজিল হারাল উরুগুয়েকে। ৪-১ গোলে জয়। আর এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ যাওয়ার পথে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্রাজিল ১১ ম্যাচে ৩১ পয়েন্ট অর্জন করেছে। আর তারা সবার ওপরে অবস্থান করছে। এই অঞ্চলে ১০টি লড়াই করছে। সেরা ৪টি দল সরাসরি বিশ্বকাপে যাবে। আর পঞ্চমস্থান অধিকার করা দল বাছাই খেলবে। ১৮টি ম্যাচ খেলবে প্রতিটি দল। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।
এই ম্যাচে নেইমার ১০ মিনিটে গোল করেন। এটা জাতীয় দলের হয়ে তার ৭০তম গোল । এরপর রাফিনহা ১৮ ও ৫৮ মিনিটে জোড়া গোল করেন। উরুগুয়ের লুইস সুয়ারেজ ৭৭ মিনিটে ১টি গোল শোধ করেন। ৮৩ মিনিটে মিনিটে ব্রাজিলের বারবোসা ব্যবধান ৪-১ করে ফেলেন গোল করে।