জুলাই ৮, ২০২৩, ০৯:৩৭ পিএম
প্যারিস সেইন্ট জার্মেই ছাড়তে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। আর তার পরবর্তী ক্লাব সেই রিয়াল মাদ্রিদই হতে চলেছে। ইতোমধ্যে পিএসজির ওপর চটেছেন তিনি।
পিএসজি বিভেদ সৃষ্টিকারী। তাই এখানে খেলে লাভ হচ্ছে না বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ক্লাবটির ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এই মন্তব্যের মধ্য দিয়ে পিএসজির হর্তাকর্তাদের জানিয়ে দিলেন যে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না তিনি।
গত জুনে এই খবর ইউরোপের ক্লাব ফুটবলের বাজরে বোমার মতো বিস্ফোরিত হয়। এ ঘটনার পর আন্তর্জাতিক বিরতিতে (জুনে) জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন পরপর দুটি বিশ্বেকাপের ফাইনালে খেলা এমবাপ্পে। সেখানে ফ্রান্স ফুটবলকে এক সাক্ষাৎকার দেন তিনি। যা চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে। খবর মাদ্রিদ ইউনিভার্সালের।
এমবাপ্পে বলেন, ‘ভক্তরা আমার পারফরম্যান্স খাটো করে দেখে কিনা? হ্যাঁ, করে। কিন্তু এতে আমি তাদের দোষ দেই না। প্যারিসে তারা আমাকে প্রতিদিন দেখে, হয় জাতীয় দলে নয়তো পিএসজির হয়ে প্রতি সপ্তাহে। গেল বছরগুলোতে আমি অনেক গোল করেছি। এখানকার ফুটবল ভক্তদের জন্য বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখারই কথা।’