পিএসজিতেই থাকছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২২, ১০:১২ এএম

পিএসজিতেই থাকছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। মৌসুম শেষে চাইলে যে কোনো দলে যোগ দিতে পারবেন বিশ্বকাপ জেতা এ ফুটবলার। এদিকে তাকে দলে নিতে মরিয়া স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ কিন্তু পিএসজি ছাড়তে নারাজ।

শুক্রবার (২৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে কোচ পচেত্তিনো বলেন, কোথাও যাচ্ছেন না এমবাপ্পে। এই মৌসুমের শুরু থেকেই এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা চলতে থাকে পিএসজির সঙ্গে। তবে তার সঙ্গে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয় ফরাসি ক্লাবটি। জানুয়ারিতেই সুযোগ ছিল এমবাপ্পের কাছে নতুন ক্লাব বেছে নেওয়ার। এমবাপ্পে চলতি মৌসুম শেষে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমন গুঞ্জন উঠলেও এই ফরাসি তারকা বিষয়টি নিশ্চিত করেননি। কিন্তু এরই মাঝে পিএসজির সমর্থকদের সুসংবাদ দিলেন কোচ পচেত্তিনো। তিনি বলেন পরের মৌসুমে তিনি এবং এমবাপ্পে-দুইজনই থাকছেন পিএসজিতে। 

শুক্রবার (২৯ এপ্রিল) লিগ ওয়ান ম্যাচে স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। তার আগে সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন, 'শতভাগ নিশ্চিতভাবে আমরা দুজনই ক্লাবে থাকছি। ক্লাবের সঙ্গে আমাদের পরিকল্পনার ব্যাপারে নিয়মিত যেসব কথাবার্তা হয় তার বাইরে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।' চলতি মৌসুমে আবারো চ্যাম্পিয়ন্স লিগ থেকে খালি হাতে ফিরেছে পিএসজি। তাই গুঞ্জন ছিল পচেত্তিনোকে বরখাস্ত করবে পিএসজি। কিন্তু এই গুঞ্জন উড়িয়ে দিলেন আর্জেন্টাইন এই কোচ। 

চলতি মৌসুমে বেশ ভালো ফর্মে আছেন এমবাপ্পে। লিওনেল মেসি-নেইমার থাকা সত্ত্বেও দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে করেছেন ৩৩ গোল। এদিকে আর্জেন্টাইন এই কোচকে দলে রাখলেও মৌসুম শেষে দলের একাধিক খেলোয়াড়কে বিক্রি করে দিচ্ছে পিএসজি। অ্যাঞ্জেল ডি মারিয়া, থিলো কেহরার, লেয়ান্দ্রো প্যারাদেস, হুলিয়ান ড্রাক্সলার ও লেয়ভিন কুরজাওয়ার মতো খেলোয়াড়রা এই মৌসুম পর আর থাকছেন না ক্লাবের সাথে। শোনা যাচ্ছে মেসিকে দলের ধরে রাখতেই এই খেলোয়াড়দের বেঁচে দিচ্ছে ফরাসি ক্লাবটি। 

Link copied!