ফিরে এসে চমক দেখাতে পারবে রংপুর রাইডার্স?

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৩, ০২:৫৫ পিএম

ফিরে এসে চমক দেখাতে পারবে রংপুর রাইডার্স?

সোহানের নেতৃত্বে মালিক, রাজা, নেওয়াজ, রউফকে নিয়ে এবারের বিপিএলের দল গড়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সকে বরাবরই বিপিএলের বড় দল বলা হয়।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলে নিয়মিত ছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরপর বিসিবি ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি থেকে সরে এলে রংপুরও সরে যায়। এ বছর থেকে বিপিএল ফিরছে পুরোনো মডেলে। রংপুরও ফিরেছে, বরাবরের মতো ‘বড় দল’ হয়ে।

নুরুল হাসানের নেতৃত্বে একঝাঁক বিদেশি তারকা খেলবেন রংপুরের জার্সিতে। ড্রাফটের বাইরে থেকে নুরুলের সাথে রংপুরের চুক্তি হয়। এরপর একে একে শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নেওয়াজ, সিকান্দার রাজাকে দলে ভিড়িয়েছে দলটি। অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের ভিড়ে ড্রাফট থেকে দলে নেওয়া মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রকিবুল হাসান, রিপন মণ্ডলরাও থাকছেন।

মালিক, রাজা, নেওয়াজ, রউফ— রংপুরের বিদেশি ক্রিকেটারদের নামগুলো প্রতিপক্ষ দলের মনে ভীতি জাগাবে। এর মধ্যে তিনজনই অলরাউন্ডার। মালিক, রাজা ও নেওয়াজের কাছ থেকে অন্তত ৬-৭ ওভার বোলিংয়ের আশা করতেই পারে একবারের চ্যাম্পিয়নরা, যা দলের ভারসাম্য গড়ে দিতে সাহায্য করবে।

অভিজ্ঞ অলরাউন্ডার থাকায় রংপুর চাইলে একজন বাড়তি বোলার অথবা ব্যাটসম্যান নিয়ে খেলার বিলাসিতা করতে পারে। বিপিএলে রংপুরের টপ অর্ডার কেমন করে সেদিকে আলাদা চোখ থাকবে। নাঈম, পারভেজের সাথে ঘরোয়া ক্রিকেটের পারফর্মার রনি তালুকদারকে নিয়ে সাজবে রংপুরের টপ অর্ডার।

জাতীয় দল থেকে বাদ পড়া নাঈমের জন্য এবারের বিপিএল নিজেকে প্রমাণের মঞ্চ হতে পারে। আরেক বাঁহাতি পারভেজেরও নিজেকে চেনানোর সুযোগ এই বিপিএল। তবে দুজনের অনভিজ্ঞতার সুযোগ কাজে লাগাতে পারে প্রতিপক্ষও।

মূল লড়াইয়ের আগে কাগুজে সম্ভাবনার রংপুর রাইডার্সকে এগিয়ে রাখাই যায়। এখন দেখার বিষয় মাঠের পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারে এ দলটি।

Link copied!