আন্তর্জাতিক ফুটবলে স্বপ্নের মত ফিরলেন ক্রিস্টিয়ান এরিকসেন। তিনি আর ফুটবল খেলবেন সেটাই অবাক করার ব্যাপার ছিল। ২৮৭ দিন আগে ইউরোর ম্যাচ চলাকালীন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মৃত্যুর সাথে লড়াই করে ফিরে আসেন। আজ জাতীয় দল ডেনমার্কের হয়ে খেলতে নামেন। আর বদলি হিসেবে খেলতে নেমে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই মিনিটেই গোল করেন। অবিশ্বাস্য ফেরা তার।
২০২১ সালের জুনে ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বশেষ খেলেছেন এরিকসেন। ৩০ বছর বয়সী এই ফুটবলার ১১০তম ম্যাচ খেলতে নামেন। দ্বিতীয়ার্ধের পর বদলি হিসেবে মাঠে আসেন তিনি। আর এসেই করেছেন গোল।
ফিফার ইউরোপিয়ান প্রীতি ম্যাচ আমস্টারডামে অনুষ্ঠিত হয়েছে। আর এখানে এরিকসেন গোল করে ফিরলেন। ম্যাচটি অবশ্য নেদাল্যান্ডস ৪-২ গোলে জয়লাভ করেছে।