হারারেতে বিশাল রানের চ্যালেঞ্জ দিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি জিততে এখন ১৯৪ রান করতে হবে।
ওয়েসলি মাধেভিরে (৫৪) ও রেগিস চাকাভার (৪৮) দারুণ ব্যাটিং ব্যাটিং করেছেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে বিশাল স্কোর এসেছে।
তবে সৌম্য সরকার চাকাভা ও রাজাকে আউট না করলে জিম্বাবুয়ের স্কোর আরো বেশি হতে পারতো। তবে রায়ান বার্ল ১৫ বলে ৩১ রান করে জিম্বাবুয়েকে লড়াকু স্কোর পাইয়ে দেন। ডিওন মায়ার্সের ২১ বলে ২৩ রানের গুরুত্ব রয়েছে।
সৌম্য সরকার সবচেয়ে সফল বোলার। ৩ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। সাইফউদ্দিন, শরিফুল ও সাকিব ১টি করে উইকেট পেয়েছেন।