যে দলে আছেন নেইমারের মতো তারকা, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়াদের মতো পারফর্মাররা, সেই দল কেন কোয়ার্টার ফাইনালে সন্তুষ্ট হবে? ব্রাজিলও এখানেই তৃপ্তির ঢেঁকুর তুলছে না। ষষ্ঠ বিশ্বকাপ জেতার আগে ক্ষান্ত হতে চান না নেইমাররা। শেষ ষোলোয় কোরিয়াকে উড়িয়ে দেওয়ার পর নেইমার জানিয়ে দিলেন বিষয়টা। জানালেন, বিশ্বকাপ জিততে অপেক্ষাটা এখন তিন ম্যাচের।
দোহায় স্টেডিয়াম ৯৭৪- এ সোমবার রাতে শেষ ষোলোর ম্যাচে কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চোখজুড়ানো ফুটবলে ৭ থেকে ৩৬ মিনিট, এই সময়ের মধ্যে একটি করে গোল করেন ভিনিসিউস জুনিয়র, নেইমার, রিশার্লিসন ও লুকাস পাকেতা।
আসরের শুরু থেকে ব্রাজিল খেলোয়াড়দের কণ্ঠে একই সুর, বহুল আকাঙ্ক্ষিত ‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) মিশন এবার সফল করতে চান তারা। কোরিয়ার বিপক্ষে জয়ের পর সেটিই আরেকবার বললেন নেইমার।
“আমরা অবশ্যই শিরোপার স্বপ্ন দেখছি। আজ চতুর্থ ম্যাচ ছিল, আর তিনটি বাকি। আমরা শিরোপা জয়ের জন্য খুবই মনোযোগী।”
তিনি আরও বলেন, “আমি পেলেকে বড় একটা আলিঙ্গন পাঠাতে চাই, এই জয়টা তার জন্য। আমি আশা করছি, সবকিছু ঠিকঠাক হবে, তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আমরা তার জন্য চ্যাম্পিয়ন হতে চাই।”