জানুয়ারি ১৮, ২০২৩, ০৪:১৭ পিএম
কাতার বিশ্বকাপ খেলতে গিয়ে কোয়ার্টার ফাইনালেই থামে ব্রাজিলের যাত্রা। ক্রোয়েশিয়ার কাছে হারের ক্ষত এখনও পোড়াচ্ছে রিচার্লিসনদের। তাইতো কাতার বিশ্বকাপের সেরা গোলদাতা রিচার্লিসন জানান, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের পরাজয় ‘পরিবারের সদস্য হারানোর চেয়েও কষ্টের’।
সম্প্রতি ইএসপিএনকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা পরিবারের কাউকে হারানোর চেয়েও বেশি খারাপ ছিল। এমন পরিস্থিতি কাটিয়ে ওঠা কঠিন। আজ অবধি আমি যখন ভিডিওগুলো দেখি, এটি আমাকে ব্যথিত করে। তবে আমাদের এগিয়ে যেতে হবে।
রিচার্লিসন বলেন, আমি এখনও তরুণ, আমার সামনে এক বা দুটি বিশ্বকাপ আছে। আমি আমার ক্লাবে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি যাতে আবারও ফিরতে পারি। আমি জানি কীভাবে কী করতে হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন রিচার্লিসন, ‘আমাদের জন্য উৎসব করতে যাঁরা কাতারে জড়ো হয়েছিলেন কিংবা ব্রাজিলে বসে আমাদের জন্য গলা ফাটিয়েছেন, সবার কাছে ক্ষমা চাচ্ছি।’