বৃষ্টিতে বন্ধ খেলা; ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের ৮৪ রান

স্পোর্টস ডেস্ক

জুলাই ৫, ২০২৩, ০৪:০২ পিএম

বৃষ্টিতে বন্ধ খেলা; ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের ৮৪ রান

সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে সুন্দর শুরু করলেও ১৩ রানে তামিম বিদায় নিলেন মাঠ থেকে। স্বাগতিকরা লিটন-শান্তর জুটির ওপর ভরসা করলেও পরপর ২ ওভারে সাজঘরে ফিরে গেলেন দুজনই। তারপর এই পতনের ধারা ঠেকাতে যেন এলো বৃষ্টির ধারা।

বৃষ্টি থামায় ৪টা ১০-এ পুনরায় খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় পৌনে এক ঘণ্টা খেলা বন্ধ থাকলেও কোনো ওভার কাটা হয়নি।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির আগমনে খেলা শেষ হওয়ার আগে ১৫ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান তোলে বাংলাদেশ। ১৬তম ওভারের প্রথম বল হওয়ার পরই ঝোড়ো বৃষ্টি শুরু হয়। সে সময় ৪ রান নিয়ে সাকিব ও ৮ রানে তাওহিদ হৃদয় মাঠে অবস্থান করছিলেন।

এর আগে দারুণ ছন্দে খেলতে থাকা শান্ত ১৬ বলে ১২ রান করে ফেরেন নবীর শিকার হয়ে। তার আগে ৩৫ বলে ২৬ রান করে মুজিবের বলে আউট হন লিটন।

১৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে চাপে থাকা বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে তা জানতে আপাতত আবহাওয়া পরিস্থিতি ঠিক হওয়া জরুরি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও সেলিম সাফি।

Link copied!