প্রথমার্ধে সেভিয়ার রাজত্ব ছিল। ২১ মিনিটে ইভান রাকিটিচের জাদুকরী ফ্রি-কিক থেকে গোল পায় সেভিয়া। ৪ মিনিট পর রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারের গোলমেলে পরিস্থিতিতে গোল আরো একটি তুলে নেয় তারা। ২-০ তে ২৫ মিনিটের মধ্যে লিড নেয় সেভিয়া। বেনজেমা গোলের সহজ সুযোগ পেলেন। গোলরক্ষক প্রথম ও দ্বিতীয়ার্ধে রুখেও দেন। পরের অর্ধে রড্রিগো, নাচো ও বেনজেমার গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। লা লিগা শিরোপা থেকে আর ৯ পয়েন্ট ব্যবধানে মাদ্রিদের ক্লাবটি।
তবে রিয়াল মাদ্রিদ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সেভাবে। এছাড়া ভিনিসিয়াসের একটি গোল বাতিল হয়েছে হ্যান্ডবলের সিদ্ধান্তে। রিপ্লেতে দেখা গেছে সেটা বুকে লেগেছে। আর বেনজেমা ২টি সহজ সুযোগ হাতছাড়া করেন দূর্বল শটে।
রড্রিগো বদলি হিসেবে নেমে ৫০ মিনিটে রিয়ালকে ১ গোল এনে দেন। নাচো ৮২ মিনিটে সমান সমান করে দেন। তিনিও বেঞ্চ থেকে উঠে গেছেন। অতিরিক্ত সময়ে বেনজেমা জয়সূচক গোল টি করেন (৯০+২)।
৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বার্সেলোনা। ৩২ ম্যাচে সমান ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদ।