ব্রাজিল ফুটবল দলের প্রধান কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ইএসপিএন ও সান এমন খবরই জানিয়েছে। বর্তমানে এই ইতালিয়ান রিয়াল মাদ্রিদের দায়িত্বে রয়েছেন। গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগও জিতিয়েছেন তিনি।
হট ফেভারিট হয়েও ব্রাজিল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে। তিতে ব্যর্থ হন প্রত্যাশিত ফল করতে। রাশিয়া বিশ্বকাপেও তিতের দল সফল হতে পারেনি।
আনচেলত্তি এ মৌসুমের পর রিয়াল মাদ্রিদে যে থাকবেন না, এটা পুরনো খবর। তিনি আর ক্লাবের দায়িত্বও নেবেন না। ব্রাজিলের রদ্রিগো, ভিনিসিয়াসরা রিয়ালে খেলেন। আনচেলত্তির সাথে দারুণ সম্পর্ক তাদের। সে জন্যই হয়তো ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
ইএসপিএন ও সান এর খবরের বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সিবিএফ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ব্রাজিল-এর কোচ নিয়োগ সংক্রান্ত খবরটি ভিত্তিহীন। কোচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে সেটি আনুষ্ঠানিকভাবেই জানানো হবে।