টানা দ্বিতীয়বারের মত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। বুধবার লন্ডনের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ফাইনালে শিরোপা জয়ের কোন চাপ থাকছে কিনা, এমন প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেন, ‘না একদমই না, আমরা আইসিসি ট্রফি জয়ের চেষ্টায় কোন চাপ অনুভব করি না। এটা করতে পারলে অবশ্যই দারুণ হবে। আইসিসি টুর্নামেন্ট জয় চমৎকার ব্যাপার।’
তিনি আরও জানান, গত দুই বছর ঘরে ও বিদেশের মাটিতে টেস্ট দলের অর্জনকে ছোট করে দেখা যাবে না। ধারাবাহিক ক্রিকেট খেলে অনেক বড়-বড় সাফল্য পেয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালেও উঠেছিলো ভারত। ইংল্যান্ডের সাউদাম্পটনে হওয়া ঐ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিলো ভারত।
৫ দিনের লড়াই। প্রথম দিনের খেলা বিকাল ৪টায় শুরু হবে। আর সম্প্রচার করবে টি স্পোর্টস।