অ্যাঞ্জেলো ম্যাথুসের (১১৪*) হার না মানা সেঞ্চুরি ও কুশল মেন্ডিসের (৫৪) ফিফটিতে চট্টগ্রাম টেস্টের উদ্বোধনী দিনটি শ্রীলংকা শেষ করে সংগ্রামের মধ্য দিয়ে। ৪ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৫৮ রান।
ম্যাথুস ১১৪ ও দিনেশ চান্দিমাল ৫৪ রানে অপরাজিত আছেন। এর আগে কুশল মেন্ডিস ৫৪ ও ওশান্ডা ফার্নান্দো ৩৬ রানে আউট হন। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার এদিন অফ স্পিনার নাইম হাসান। ১৬ ওভার বল করে ২টি উইকেট পেয়েছেন। করোনা থেকে ফিরে সাকিব খারাপ করেননি। তিনি ও তাইজুল ১টি করে উইকেট পেয়েছেন।
ম্যাথুস ২১৩ বল খেলে ১১৪ রান করেছেন ১৪টি চার ও ১টি ছক্কার সৌজন্য। তিনি এখনো উইকেটে অপরাজিত আছেন। তার থাকার মানে হচ্ছে আরো বড় ইনিংস আসতে পারে। তিনি ও চান্দিমাল বাংলাদেশের জন্য হুমকি।
২ টেস্টের সিরিজ এটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। সিরিজের পরের শেষ টেস্ট ম্যাচটি রয়েছে ঢাকার মিরপুরে।