আজ শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এজিএম। কী থাকছে বিসিবির এই বার্ষিক সাধারণ সভায়? জানিয়েছেম সংস্থাটির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
দেরিতে শুরু হচ্ছে এজিএম..
নিজাম: আপনারা জানেন যে আগামী ২৬ আগস্ট আমাদের বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। প্রকৃতপক্ষে গত তিন বছর আমাদের নানা সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারিনি। এ বছর চেষ্টা ছিল জুলাই মাসে আমাদের এজিএম টা করার। সেটা সম্ভব হয়নি কোভিড প্রতিবন্ধকতার কারণে।
প্রস্তুতি কতটুকু?
নিজাম: আমাদের প্রস্তুতিও মোটামুটি সম্পন্ন। ইতোমধ্যে আমরা জেনেছি আমাদের অনেক কাউন্সিলর ঢাকায় অবস্থান করছেন। আশা করছি সুষ্ঠ, সুন্দরভাবে আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারবো।
কোন সীমাবদ্ধতা আছে কী না?
নিজাম: কিছু সীমাবদ্ধতা তো থাকেই। আমাদের সংস্থার ধরণটাই এমন যে নানা রকমের কার্যক্রম থাকে। এসবের সাথে কোভিড পরিস্থিতি, যদিও এভাবে বলা ঠিক হবেনা। সবকিছু মিলিয়েই বিলম্বটা হয়েছি।
কী অ্যাজেন্ডা থাকছে?
নিজাম: কি এজেন্ডা থাকবে সেগুলো আমাদের গঠনতন্ত্রে বলা আছে। প্রকৃত পক্ষে বার্ষিক সাধারণ সভায় আমাদের সিইও রিপোর্ট, অডিটেড একাউন্টস এবং বাজেট, মূলত এ বিষয়গুলোই আসে।