জুন ৭, ২০২৩, ০৪:৫৬ পিএম
						
                            
                                                        রশিদ খানকে ছাড়াই একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে আফগানিস্তান। চোটের জন্য তিনি দলে আসতে পারলেন না। বাংলাদেশের সঙ্গে ১টি টেস্ট ১৪ জুন শুরু হবে মিরপুরে। সে টেস্টের আফগানিস্তান দল আজ ঘোষণা করা হয়েছে।
রশিদ খান বাংলাদেশের জন্য হুমকি ছিলেন। তিনি না আসায় বেশ স্বস্তি ফিরতে পারে টাইগার শিবিরে। এই লেগ স্পিনার পূর্বে বাংলাদেশকে ভুগিয়েছে।
আফগানিস্তান দল : হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইবরাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকপরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইবরাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।
রিজার্ভ খেলোয়াড় : নুর আলি, জিয়া আকবার, আজমত অমরজাই, সায়েদ শিরজাদ।