শেবাগ ঝড়ে উড়ে গেল সুজন-রফিকরা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২১, ০৫:১৭ এএম

শেবাগ ঝড়ে উড়ে গেল সুজন-রফিকরা

চকিতেই বাংলাদেশের ক্রীড়ামোদীদের ২০ বছর পেছনে নিয়ে গেলেন রফিক,সুজন, পাইলট ও বেলিম গোল্লারা। ৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর বাংলাদেশে ক্রিকেটে জাগরণ হয়। সেই সময়ের ক্রিকেটাররাই আজ রাতে ভারতীয় লিজেন্ড একাদশের মোকাবিলা করেছে। অবশ্য সুবিধা করতে পারেনি। বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি রোড সেফটি সিরিজে ১০৯ রানে গুটিয়ে যায় (১৯.৪ ওভার)।

বাংলাদেশের লিজেন্ড একাদশে সর্বোচ্চ ৩৩ বলে ৪৯ রান করেন নাজিমউদ্দিন। একাই লড়ছিলেন তিনি। নাজিম ৩৩ বলে ৮টি চার ও ১টি ছয়ের মারে ৪৯ রান করেন। দলীয় ৭১ রানে তিনি সাজঘরে ফিরেন। এরপর বাকি ৩৮ রানে বাংলাদেশ হারায় ৮ উইকেট। ১২ রান আসে রাজিন সালেহর ব্যাট থেকে। আর কেউই ২ অঙ্কের ঘরে যেতে পারেননি।

ভারতের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা ও যুবরাজ সিং। 

জবাবে ভারতীয় লিজেন্ড একাদশের বিরেন্দর শেবাগ ও শচিন টেন্ডুলকারের ক্ল্যাসিক ইনিংসে ভর করে ১০ উইকেটে জয় ১০.১ ওভারে (১১৪/০)। শেবাগ ৩৫ বলে ৮০ ও শচিন ২৬ বলে ৩৩ রান করেন। শেবাগ ম্যাচ সেরা হন। 

 

Link copied!